‘পদত্যাগ করতে রাজি’ বলে নিজের পদত্যাগের করার ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার আরজি কর কাণ্ড ঘিরে কিছুদিন যাবৎ মমতার পদত্যাগের দাবি উঠেছে পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে। এরই মধ্যে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন মমতা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুসারে পদত্যাগ করতে রাজি’ বলে মন্তব্য করেছেন মমতা।
প্রতিবেদন অনুসারে, চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য দু’ঘণ্টার বেশি সময় বসে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠক হয় নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে চিকিৎসকদের দু’টি প্রধান শর্ত ছিল,বৈঠকের সরাসরি সম্প্রচার এবং ৩০ জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক। তবে কোনোটিতেই রাজি হন নি মমতা।
আলোচনায় অসফলতার পরই এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি ‘পদত্যাগ করতে রাজি আছি’ বলে মন্তব্য করেন।
বিএন/আরএ//