এবার পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শিরীন পদত্যাগপত্র পাঠান বলে জানিয়েছে বঙ্গভবন সূত্র।
২০১৩ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর স্পিকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতির পদে আসীন হন। ওই বছরের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে নির্বাচিত হন শিরীন শারমিন। তারপর থেকে টানা ১১ বছর এই পদে বহাল ছিলেন তিনি।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এর ৮ আগস্ট শপথ নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
আরএস