দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ সংক্রান্ত চিঠি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়েছে।
(২২ আগস্ট)বৃহস্পতিবার বিএসইসিতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এর আগের দিন বুধবার ডিএসইর স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগপত্র জমা দেন।
ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী এ সংক্রান্ত ফরোয়ার্ড আমরা বিএসইসিতে পাঠিয়ে দিয়েছি।
এদিকে ডিএসইর এক কর্মকর্তা জানান, বুধবার (২১ আগস্ট) ৫ জন স্বতন্ত্র পরিচালকেরা মেইল, হোয়াটসঅ্যাপ ও হার্ডকপির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে চেয়ারম্যান পদত্যাগ করেন। বাকি ১ জন বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ ট্রান্সফার হয়ে গেছেন। এর মাধ্যমে ডিএসইর সব স্বতন্ত্র পরিচালকরা পদ ছাড়লেন।