বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ সাইমন সাদিক। শনিবার (২০ জানুয়ারি) শিল্পী সমিতিতে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগ প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনগুলোতে আমি আমার দায়িত্বে পুরোপুরি নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেওয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না। সাফটা চুক্তিতে বিদেশি ভাষার চলচ্চিত্র আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকির মুখে ফেলে বিদেশি চলচ্চিত্র মুক্তির প্রেক্ষাপটে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যনির্বাহী পরিষদের নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।
তিনি বলেন, আমার অভিনীত ‘শেষ বাজি’ ছবিটি গতকাল ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে। একই দিনে নিয়মের বিপরীতে একটি বিদেশি ছবি মুক্তি পেয়েছে। যা আমাদের বেশিরভাগ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। যার কারণে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমার ক্যারিয়ার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।