মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ পদত্যাগ করেছেন। নিজের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
বুধবার (২১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ নিজ পদ হতে পদত্যাগ করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নিকট পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন তিনি।
পদত্যাগের বিষয়ে জিজ্ঞেস করা হলে নেহাল আহমেদ বলেন, ”পদত্যাগ পত্র জমা দিতে গতকাল মন্ত্রণালয়ে গিয়েছিলাম। তবে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নেয়ায় তা সম্ভব হয়নি। আজ সকালে পদত্যাগপত্র জমা দিয়েছি।”
উল্লেখ্য, প্রায় দুই বছর নিয়মিত মহাপরিচালক পদে দ্বায়িত্ব পালনের পর গত ১৩ এপ্রিল অধ্যাপক নেহাল আহমেদের চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়। এরপর নতুনভাবে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বুধবারের (২১ আগস্ট) মধ্যে নেহাল আহমেদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন।
নাসিফ/এমএ//