রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) উপ- পরীক্ষা নিয়ন্ত্রণক থেকে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রণক পদে উম্মে ফারহানা চৌধুরীকে পদোন্নতির তিন মাসেও নিয়োগপত্র দেননি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৬বারের নিষেধ উপেক্ষা করে বেরোবির নয় কর্মকর্তাকে অতিরিক্ত রেজিস্ট্রার বা সমমানের(অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রণক ৪র্থ গ্রেড) পদে সম্প্রতি পদোন্নতি দিয়েছেন সদ্য বিদায়ী উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ।
তার সভাপতিত্বে ২৯ জুন বিকালে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৫তম সভায় এসব পদোন্নতি অনুমোদন দেওয়া হয়েছে।
এই অনুমোদনের প্রেক্ষিতে ৮ কর্মকর্তা নিয়োগপত্র পেয়ে যোগদান করলেও উম্মে ফারহানা চৌধুরীকে পদোন্নতির বিষয়টি জানিয়ে নিয়োগপত্র দেওয়া হয়নি। ফলে তিনি যোগদান করতে পারেননি। তিনি রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে তার নিয়োগপত্র চেয়েও না পাওয়ায় গতকাল(৩০সেপ্টেম্বর) রেজিস্ট্রারের নিকট একটি অভিযোগ জমা দেন। তাতে তিনি উল্লেখ করেন যে,
‘রেজিস্ট্রার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে স্মারক নাম্বার নিয়ে যোগদান করতে বলেন।কিন্তু নিয়োগপত্র চাইলে রেজিস্ট্রার বিষয়টি এড়িয়ে যান।’
এই অভিযোগের একটি অনুলিপি উপাচার্যের নিকটও জমা দেওয়া হয়।
উম্মে ফারহানা চৌধুরীকে নিয়োগপত্র দিয়েছেন কিনা এ বিষয়ে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরীকে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।