রাজধানী সরকারি তিতুমীর কলেজ প্রশাসন যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করেছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনে খতমে কোরআন, নাথ, হামদ, বয়ান এবং মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আজিমপুর সরকারি কলোনি জামে মসজিদ ও পরিচালক, খতীব মুফতী মাহমুদুল আমীন।
তিনি মহানবী (সা.) এর জীবন ও কর্মের বিভিন্ন দিকের ওপর আরো আলোচনা করেন। তিনি বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী হিসেবে আসেননি। তিনি এসেছেন বিশ্বনবী হিসেবে, সৃষ্টি জগতের আশীর্বাদ হিসেবে। তিনি এসেছিলেন রহমাতুল্লিল আলামিন হিসেবে। মহানবী (সা.) এর মানবকল্যাণ, নবুয়ত লাভ, হাদীস, সুন্নাহ ও ক্ষমা এবং জিহাদ ইত্যাদি নিয়ে আলোচনা করেন।”
আলোচনা সভায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ইসলামিক সঙ্গীত, “ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ” পরিবেশনা করেন। এছাড়াও তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) নিয়ে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে গতকাল কুইজ প্রতিযোগিতা আয়োজন হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয় হওয়ার শিক্ষার্থীদের ইসলামিক বই উপহার দেওয়া হয়।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অধ্যক্ষ শিপ্রা রানী মন্ডল, উপাধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী মো: ফয়জুর রহমান সহ কলেজের সকল বিভাগের শিক্ষকদ্বয়, সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও তিতুমীর কলেজ সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।