পহেলা জানুয়ারি শিক্ষার্থীরা প্রাথমিকের নতুন বই হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে।
শিক্ষা উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ বলেন,
“পয়লা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সবাই নতুন বছরের বই নিজ নিজ হাতে পাবে। বইয়ের মানের ক্ষেত্রে কোন প্রকার আপোষ করা হবে না। ভালো মানের কারখানার কাগজ দিয়ে এবার বই ছাপা হবে।”
তবে অন্যান্য বছরগুলোর মতো এবার বই উৎসব হবে কিনা তা নিশ্চিত করতে পারেন নি উপদেষ্টা।
উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের জন্য ৭০টি লটের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি ১৮টি লটের প্রস্তাবে পুনঃদরপত্রের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
বিএন