পরকীয়া নিয়ে হুঁশিয়ারি করলেন অনন্ত জলিল!তিনি বলেন,পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে ফেলেছে। জনজীবনকে ধ্বংস করেছে। একজনের স্ত্রী আরেকজনের সঙ্গে প্রেম করে এটা মানুষের জীবনকে ধ্বংস করে ফেলেছে। কারণ এই ফেসবুক আসার পর তো প্রেমের আর শেষ নাই।’
সম্প্রতি চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অনন্ত-বর্ষা দম্পতি। সেখানেই পরকীয়া নিয়ে হুঁশিয়ারি দেন অনন্ত।সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব ও পরী মণি। প্রিমিয়ার শোতে তাঁদের অভিনয়ের বেশ প্রশংসা করেছেন অনন্ত। তিনি বলেন, ‘এসময়ে এরকম সিনেমার খুব দরকার। পর্দায় দুজনকেই ভীষণ ভালো লেগেছে। ডি এ তায়েবের অভিনয় থেকে গেটআপ সবই দারুণ ছিল। সবার হলে গিয়ে সিনেমাটি দেখা উচিত।’