নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সচিবালয়ে আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলার নিন্দা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে আনসার বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
ফারুকী লিখেন, “হোয়াটস আপ, আনসারস? দেশের এই অবস্থায় মানুষ একে অন্যের পাশে দাঁড়িয়ে সাহায্য করছে, আর আপনারা অন্য কারও হয়ে খেলছেন?”
তিনি আরও উল্লেখ করেন, “দাবি মেনে নেওয়ার পর এমন অতর্কিত হামলা বরদাশত করা যায় না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি কতো রূপে যে ফিরে আসার চেষ্টা করছে—কখনও ডাকাত হয়ে, কখনও আনসার হয়ে নবান্নের এই দেশে। সময় এসেছে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার।”
এমএ//