আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সেই সঙ্গে তার সন্তান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে ফাহিমসহ পরিবারের সবার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১৫ থেকে দেশের সব ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, শেখ ফজলুল করিম সেলিমের নিজ নামে অথবা পিতা, মাতা, ছেলে, মেয়ে, ভাই বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব সংগ্রহের জন্য আয়কর আইন, ২০২৩ এর ২০০ ধারা অনুযায়ী অনুমতি চাওয়া হয়েছে।
ব্যাংকের এমডিদের বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব স্বার্থে আয়কর আইন, ২০২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য তল্লাশির নিমিত্তে এতদ্বারা অনুমতি প্রদান করা হলো।
প্রসঙ্গত, শেখ ফজলুল করিম সেলিম শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও বিলুপ্ত ফরিদপুর-১০ আসনের সাবেক সংসদ সদস্য। সর্বশেষ গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।