তিন বছরে পা দিয়েছে তারকা সন্তান শাহীম মুহাম্মদ পূণ্য, যিনি ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি এবং অভিনেতা শরিফুল রাজের পুত্র। গত ১০ আগস্ট ছিল পূণ্যের জন্মদিন, যা পরীমণি ঘরোয়াভাবে উদযাপন করেন। ছেলের জন্মদিনকে ঘিরে নানা আয়োজন করেছিলেন পরীমণি, এবং এ বছরের থিম ছিল সুন্দরবন।
জন্মদিনের আয়োজনটি সাজানো হয়েছিল বনের আবহে, যেখানে পূণ্যকে দেখা যায় বাঘের মতো ডোরাকাটা পোশাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি বেশ কিছু ছবি শেয়ার করেন, যেখানে মা-ছেলের আনন্দময় মুহূর্তগুলো ফুটে উঠেছে।
এর আগে শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন পরীমণি, যেখানে দেখা যায়, তিনি ছেলের জন্মদিন উদযাপনের জন্য মধ্যরাতে আকর্ষণীয় একটি কেক কাটছেন। কেকের ওপর লেখা ছিল, “হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূণ্য।”
ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, “আজ আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে তিন বছর পেরিয়ে গেল। অনেক কিছু লিখতে ও বলতে ইচ্ছে করছে… কিন্তু কেন জানি পারছি না। খুশিতে গলা আটকে আসছে, কান্না পেতে যাচ্ছে।”
এই আনন্দের দিনেও প্রয়াত নানার অভাববোধ করছেন পরীমণি। তিনি লেখেন, “নানাভাইকে ভীষণ মিস করছি। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনাদের সবার ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যের। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরীমণি তার সন্তানদের নিয়ে একাই জীবনযাপন করছেন। কয়েক মাস আগে তিনি একটি কন্যা সন্তান দত্তক নেন, যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। মেয়েকে প্রকাশ্যে না আনলেও ছেলে পূণ্যকে নিয়ে বিশেষ মুহূর্তগুলো প্রায়ই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই আলোচিত নায়িকা।
এমএ//