ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমণি। ব্যক্তিজীবনে দুজনেরই বেশ ভালো সম্পর্ক। বিভিন্ন অনুষ্ঠান কিংবা আয়োজনে একসঙ্গে দেখা মেলে পরী-অপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ পায় সেসব চিত্র।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন অপু। যেখানে পরীমণিকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় এই নায়িকাকে। সঞ্চালক অপুকে প্রশ্ন করেন, তার দৃষ্টিতে পরী কেমন? জবাবে এই নায়িকা বলেন, ‘আগে পরী কি ছিল আমি জানি না। ব্যাখ্যাও দিতে চাই না। তবে অপু বিশ্বাসও মা পরী হতে পারেনি।
অপুর কথায় স্পষ্ট, একজন মা হিসেবেও নিজের থেকে পরীমণিকে এগিয়ে রাখবেন তিনি। যার ব্যাখ্যাও দিয়েছেন এই অভিনেত্রেী। অপু বলেন, ‘আমি আমার সন্তানকে বড় করার জন্য মায়ের সহযোগিতা নিয়েছি। সম্প্রতি ওর নানা মারা গেছেন। সত্যি কথা বলতে গেলে, মনের দিক থেকে একটা মানুষ কতটা স্বচ্ছ হতে পারে এটা পরীকে যারা কাছ থেকে না দেখেছে তারা বিবেচনা করতে পারবে না। একবাক্যে বলতে চাই- সেলুট মা পরী।’