ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া দেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও কাজ করছেন। অভিনয় ও গান—দুটি ক্ষেত্রেই তার সক্রিয়তা রয়েছে। তবে সম্প্রতি তিনি নতুন কোনো সিনেমার কাজ করছেন না।
নতুন ছবি না থাকলেও আলোচনায় রয়েছেন নুসরাত ফারিয়া, বিশেষ করে একটি জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার কারণে। সম্প্রতি ওই অ্যাপের একটি গানে তাকে দেখা গেছে, যেখানে জুয়ার প্রচারণা চালানো হয়েছে।
‘সবাই মিলে খেলব, আনন্দ করে ফিরব, সাবধানে খেলে যাব…’—এমন কথার গানটির জমকালো পরিবেশনায় অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। গানটির শেষাংশে তাকে বলতে শোনা যায়, ‘প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলায় আমি ভীষণ রোমাঞ্চিত।’
নুসরাত ফারিয়ার শুভেচ্ছাদূত হিসেবে একটি গানের ইউটিউব ভিডিও প্রকাশিত হয়েছে এবং এতে বেশ ভালো ভিউ সংগ্রহ করেছে। ভিডিওর বর্ণনায় উল্লেখ করা হয়েছে, ‘শুভেচ্ছাদূত নুসরাত ফারিয়ার অফিশিয়াল গানের ভিডিও। বাংলাদেশের নিরাপদ প্ল্যাটফর্ম…।’ তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘দেশের বাইরে আছি, ভালো আছি। মাসখানেকের বেশি বিদেশে বেড়াতে এসেছি।’
গত বছর মুক্তি পেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।
নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’ দিয়ে। এরপর তিনি ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন ছবিতে কাজ করেছেন। বাংলাদেশে তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’, যেখানে তিনি শাকিব খানের বিপরীতে ছিলেন। এছাড়া, মিউজিক ভিডিও ও আইটেম গানে তাকে দেখা গেছে, সর্বশেষ তিনি ‘সুরঙ্গ’ ছবির আইটেম গানে মডেল হিসেবে কাজ করেছেন।