বাংলাদেশের সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মতোই মন্তব্য করলেন পাকিস্তানের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী শাজা ফাতিমা খাজা। সম্প্রতি পাকিস্তানে ইন্টারনেটের ধীরগতির জন্য সরকারকে দোষারোপ না করে, তিনি এই পরিস্থিতির জন্য ভিপিএনের ব্যবহারকে দায়ী করেছেন।
জিও নিউজের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল (১৮ আগস্ট) শাজা ফাতিমা খাজা এক সংবাদ সম্মেলনে বলেন, “ইন্টারনেট ধীরগতির জন্য পাকিস্তান সরকার কোনোভাবেই দায়ী নয়।” তিনি উল্লেখ করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ্লিকেশন ব্লক করার পর ব্যবহারকারীরা ভিপিএন ব্যবহার শুরু করলে, তা স্থানীয় ইন্টারনেট পরিষেবাকে বাইপাস করে এবং এর ফলে ইন্টারনেটের গতি ধীর হয়ে যায়।
এর আগে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময়ও ইন্টারনেটের ধীরগতির জন্য ভিপিএন ব্যবহারের ওপর দায় চাপিয়েছিলেন জুনাইদ আহমেদ পলক। শাজা ফাতিমাও একই পথে হাঁটলেন বলে মনে হচ্ছে, কারণ তিনি পাকিস্তানের ইন্টারনেট সংকটের জন্য ভিপিএনকেই দায়ী করেছেন। তিনি আরও জানান, সরকার বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছে এবং সমস্যা সমাধানে দিনরাত কাজ করছে।
এমএ//