রাজধানীর পল্লবী মেট্রো স্টেশনের নিচে ফুটপাতে এক ব্যক্তির চলার পথ আটকিয়ে ধারালো অস্ত্রের মুখে তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়েছে তিনজন ছিনতাইকারী। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১১টার দিকে। ভুক্তভোগী আল-আমিন রানা পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী এবং পল্লবীতেই বসবাস করেন। তিনি জানান, খিলক্ষেত থেকে বাসে করে ফিরে হেঁটে বাসায় যাওয়ার সময় তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে ও পায়ে আঘাত করে তাঁর আইফোনটি ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের ঘটনার পর তিনি তাৎক্ষণিকভাবে পল্লবী থানায় লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগ করার পরও পুলিশ থেকে কোনো কার্যকর সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি। থানায় দেওয়া নম্বর অনুযায়ী যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত এসআই জয় দাশ জানিয়ে দেন, তিনি ঘটনাটি জানেন না এবং খোঁজ নিচ্ছেন।
পরে আল-আমিন নিজেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশকে দেন। তবে পুলিশ এখনো তদন্তে সক্রিয়ভাবে এগোয়নি বলে জানান তিনি।
এদিকে, পল্লবী থানার নতুন যোগ দেওয়া ওসি শফিউল আলম বলেন, তিনি থানায় সদ্য যোগ দিয়েছেন এবং ঘটনাটি সম্পর্কে এখনো অবগত নন।
এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও নাগরিক নিরাপত্তার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে।