জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট্ট যমুনা নদীতে গোসল করতে নেমে সাকিব হাসান (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।
আজ ৫ জুলাই শুক্রবার বেলা ১২ টায় উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রীজের নীচে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্র দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং বাংলাহিলি জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম কওমী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
জানা যায়, হিলি মাদ্রাসা হতে তিন জন ছাত্র সকাল ১১ টার দিকে আটাপাড়া বেইলি ব্রীজের নিচে ছোট্ট যমুনা নদীতে গোসল করতে নামে। এসময় সাকিব হাসান পানিতে তলিয়ে গেলে তার অপর দুই সহপাঠী উপরে এসে চিৎকার করেন।
এসময় স্থানীয় লোকজন নদীর তীরে ছুটে যায়। তৎক্ষনাৎ আব্দুর রহমান নামের এক ব্যক্তি বিষয়টি পাঁচবিবি থানা ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের প্রাথমিক অনুসন্ধান চালায়।
তারা ব্যর্থ হলে তারা রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিটকে খবর দেয়।
বিকেল সাড়ে ৪টায় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান আছে।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের লিডার কামরুল হাসান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। উদ্ধার কাজ চলছে।
মোঃ জয়নাল আবেদীন জয়
জয়পুরহাট জেলা প্রতিনিধি