জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সবুর আলী (রাজস্ব ) পৌর প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ২১শে আগস্ট বুধবার সকালে প্রশাসনিক নির্দেশে তিনি এ পৌরসভার গ্রহণ করেন।
এ সময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান পৌর সভার ৯ ওয়ার্ডের কাউন্সিলর সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দরা।
এর আগে গত ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে দেওয়া এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা দেশের ৩২৩জন পৌর মেয়রদেরকে অপসারণ করা হয়।
উল্লেখ্য, সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ২০২২ সালের ২৭ জুলাই দ্বিতীয় বারের পৌর মেয়র হিসাবে নির্বাচিত হন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতন হওয়ার পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি।
জয়/এমএ//