দেশের পুরুষ ক্রিকেটাররা যখন বড় স্টেজে পার্ফর্ম করতে ব্যর্থ, দেশের ভক্তদের ডুবাচ্ছেন হতাশায়। তখন একটু হলেও দর্শকদের শান্তি দিচ্ছিলো বাংলাদেশের নারী ক্রিকেটাররা। খুব সম্প্রতিই তাঁরা হারিয়েছে পাকিস্তানকে, জিতে নিয়েছে সিরিজ। নারী দলের এমন সাফল্যে পুরস্কার পাওয়ার কথা যেখানে, সেখানে ৫ মাস ধরে বেতনই পাচ্ছেন না নারী দলের ক্রিকেটাররা।
দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে ধনী প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থভান্ডার পূর্ণ। ৯০০ কোটি টাকা আছে বিসিবির অর্থভান্ডারে। ক্রীড়া মন্ত্রণালয়ের ঘরেও এত টাকা আছে কি না, বলা কঠিন। দেশের সব ফেডারেশনের টাকা এক জায়গায় জমা করলেও বিসিবির অর্থের কাছে বিন্দু মনে হবে। অবাক করা বিষয় হলো, এত টাকা যাদের ঘরে, তাদের নারী ক্রিকেটাররা বেতন পান না পাঁচ মাস ধরে।
নারী ক্রিকেটারদের বেতন সর্বোচ্চ ১ লাখ টাকা, সর্বনিম্ন ৩০ হাজার। যা ছেলেদের তুলনায় নগণ্য। তারপরও জুনের পর থেকে বেতন বন্ধ এবং এর কারণটাও মেয়েদের জানানো হয়নি। এ নিয়ে প্রশ্ন করলে নারী বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। আমরা তৈরি করে বোর্ডে জমা দিলেও অনুমোদন করা হয়নি এখনও। এ কারণেই জটিলতা দেখা দিয়েছে। ‘
এদিকে বেতন বন্ধ থাকলেও মাঠে ঠিকই পারফর্ম করছেন নারী ক্রিকেটাররা। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ড্র করার পর পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতেন জ্যোতিরা। সবমিলিয়ে শেষ ৮টি ওয়ানডের ৪টিতেই জয় তুলে নিয়েছেন টাইগ্রেসরা।