পাকিস্তানে সামরিক বাহিনীর ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।আহত হয়েছে আরও ২৮ জন। আজ মঙ্গলবার আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে ভোরে এই হামলা চালানো হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হতাহতরা সামরিক বাহিনীর সদস্য কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র এএফপিকে জানিয়েছে, ঘুমন্ত অবস্থাতেই অনেকে নিহত হয়েছে। কয়েকজনের পরনে সাধারণ জামাকাপড় ছিল বলে নিহত হওয়া সবাই সামরিক বাহিনীর কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাষ্ট্রীয় উদ্ধারকারী সেবা সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ জানিয়েছেন, এ হামলায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছে।
হামলার প্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী এখনো কোনো বিবৃতি দেয়নি।