পাকিস্তানের করাচিতে নির্বাচন কমিশন কার্যালয়ের চত্বরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে বলা হয়, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শুক্রবার সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জানা যায়, কার্যালয়ের দেয়ালের পাশে একটি শপিং ব্যাগে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলার পরপরই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জারি করা হয় সতর্কতা।
বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনকালে সিনিয়র পুলিশ সুপার সাজিদ আমির সাদোজাই বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে একটি ছোটখাটো বিস্ফোরণ হয়। বিস্ফোরিত বোমাটি ‘হোম মেইড’ এবং প্রায় ৪০০ গ্রাম বিস্ফোরক পদার্থ ছিল সেটিতে।
বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।