পাকিস্তানে পেট্রোল ও কেরোসিনসহ চার ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। রোববার কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে জানানো হয়, পেট্রোলের নতুন দাম লিটারপ্রতি ২৫৯.১০ রুপি থেকে কমিয়ে ২৪৯.১০ রুপি করা হয়েছে এবং হাই স্পিড ডিজেলের দাম ২৬২.৭৫ রুপি থেকে কমিয়ে ২৫৯.৬৯ রুপি নির্ধারণ করা হয়েছে। ফলে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০ রুপি এবং হাই স্পিড ডিজেলের দাম ১৩.০৬ রুপি হ্রাস পেয়েছে।
এছাড়া, কেরোসিনের দাম লিটারপ্রতি ১৬৯.৬২ রুপি থেকে কমিয়ে ১৫৮.৪৭ রুপি এবং লাইট ডিজেলের দাম ১৫৪.০৫ রুপি থেকে কমিয়ে ১৪১.৯৩ রুপি করা হয়েছে। অর্থাৎ কেরোসিনের দাম লিটারে ১১.১৫ রুপি এবং লাইট ডিজেলের দাম ১২.১২ রুপি কমেছে।
আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই চার ধরনের জ্বালানি তেলের মূল্য হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। মধ্যরাতের পর থেকে নতুন মূল্য কার্যকর হবে এবং আগামী ১৫ দিন পর্যন্ত এই দাম বহাল থাকবে। এর পর আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হবে। গত দুই মাসে এটি চতুর্থবারের মতো জ্বালানি তেলের মূল্য হ্রাস করা হলো পাকিস্তানে।