পাকিস্তানে শিয়া ও সুন্নি জনজাতির মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। উত্তরপশ্চিম কুররামে এই সংঘাত শুরু হয় পাঁচ দিন আগে, যখন আফগানিস্তান সীমান্তের কাছে একটি জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
প্রতিবেদনে জানানো হয়েছে, সংঘর্ষে ৭৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুররামের একজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, সরকার ও অন্যান্য জনজাতির পক্ষ থেকে সংঘর্ষ বন্ধের প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে ফলপ্রসূ কিছু হয়নি।
আঞ্চলিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সইফ আলী জানান, উত্তেজনা কমানোর জন্য প্রশাসন প্রবীণ জনজাতি নেতাদের সহযোগিতা নিচ্ছে। তিনি দাবি করেছেন, দুই পক্ষই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ ঘটেছে। জুলাই মাসেও জমি নিয়ে বিরোধে সংঘর্ষের ফলে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছিল। পাকিস্তানে সুন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ শিয়া মুসলিম। তারা মাঝে মাঝে সহিংসতা ও বৈষম্যের শিকার হন বলে অভিযোগ করেন।