আতর্জাতিক ডেস্ক: পাকিস্তান-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণে ইমরান খানই যথেষ্ট বলে এক প্রতিবেদনে মন্তব্য করেছে টাইমস অব ইসরায়েল।
গত ৪ সেপ্টেম্বর এ বিষয়ে মন্তব্য করে প্রতিবেদনটিতে বেলজিয়ান ব্লগার আয়নুর বশিরোভা লেখেন:
“পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে গোল্ডস্মিথ পরিবারের সুসম্পর্ক বিদ্যমান। ক্ষমতায় থাকাকালে ইমরান খান পরিবারটির সঙ্গে যোগাযোগ করে ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক স্বাভাবিকীকরণে আগ্রহ প্রকাশ করেছিলেন। তাঁর ব্যতিক্রমী অবস্থান এবং উন্নত কৌশলগত দৃষ্টিভঙ্গির কারণে তিনি ইসরায়েল ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বড় ভূমিকা রাখতে পারেন।”
১১ মাসব্যাপী চলমান গাজা যুদ্ধে ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই ইসরায়েলের কর্মকাণ্ডের ওপর তুমুলভাবে ক্ষুব্ধ হয়ে রয়েছে মুসলিম বিশ্বের দেশগুলো। এর মধ্যেই এ ধরনের এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করলো সংবাদমাধ্যমটি। যদিও বহু আন্তর্জাতিক গণমাধ্যম এখন পর্যন্ত গোল্ডস্মিথ পরিবারের সঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠতার বিষয়টি যাচাই করতে পারেনি।
• আরএস