স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে এখন বাকি প্রায় দেড় বছরের বেশি সময়। এত দিন বাকি থাকা সত্ত্বেও আলোচনায় চলে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কারণ ২০২৫ সালের আইসিসির এই টুর্নামেন্টের আয়োজক দেশ যে পাকিস্তান।। তবে শোনা যাচ্ছে পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজন করা হতে পারে চ্যাম্পিয়নস ট্রফি।
চলতি বছর শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে এশিয়া কাপের আয়োজন করেছিল পাকিস্তান। এরপর ২০২৫ সালে আট দলের অংশগ্রহণে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আায়োজক হওয়ার কথা চূড়ান্ত ছিল দেশটির। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে।
পাকিস্তান ও ভারতের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিনের। যে কারণে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তান সফরে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। ফলে পাকিস্তানে টুর্নামেন্টের আয়োজন করা হলে, সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে যে, টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা। ভারত সরকার যদি তার অবস্থান পরিবর্তন না করে, তাহলে টুর্নামেন্টটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে না। আর যদি পরিবর্তন হয়েই যায়, তাহলে সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হতে পারে।