যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি টিম এসেছে দুর্নীতি দমন কমিশনে। দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালকের সঙ্গে বিশেষ আলোচনায় বসবে বলে জানা গেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছান তারা। লিগ্যাল এটাচে রবার্ট ক্যামেরুন ও এফবিআইয়ের সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি টিম নিয়ে এসেছে তারা।
বিগত সরকারের আমলে অর্থ পাচারকারীদের ধরতে এবং সেই অর্থ দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক। সেই উপলক্ষে এফবিআই এর বিশেষ কমিটির সঙ্গে বৈঠক করবে দুদক।
“এফবিআইয়ের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করার জোর প্রচেষ্টা চলছে। এফবিআইয়ের সঙ্গে আলোচনার প্রধান বিষয় হচ্ছে যৌথ টাস্কফোর্স গঠন ও সেই টাস্কফোর্স এর মাধ্যমে পাচারকৃত অর্থ ফেরত নিয়ে আসার চেষ্টা করা হবে” বলে জানিয়েছেন দুদকের এক উর্ধ্বতন কর্মকর্তা।
বিএন/আরএ//