পাট ও বস্ত্র খাতে বাংলাদেশে আমাদের যে প্রধান রফতানিকারী শিল্প রয়েছে, সেই শিল্পকে উতরিয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে একটি লক্ষ্যে পৌঁছাতে পারব, এটি আমার বুকভরা প্রত্যাশা।
রোববার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নতুন দায়িত্ব নেয়া বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
তিনি আরো বলেন,মন্ত্রী বলেন, আজ একটি নতুন মন্ত্রণালয়ে নতুন জায়গায় আবার সেই মাঠের মানুষদের সঙ্গে যোগাযোগ হবে। মাঠের কৃষকদের সঙ্গ যোগাযোগ হবে। পাট উৎপাদনকারীদের সঙ্গে যোগাযোগ হবে। পাট উৎপাদনে উৎসাহিত করা হবে।কৃষকদের উৎসাহিত করে পাট উৎপাদনে একটি লক্ষ্যে পৌঁছাবো এটি আমার বুকভরা প্রত্যাশা।