বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত হিট সিনেমা ‘পাঠান’। গত বুধবার এই ছবির নির্মাতা সিদ্ধার্থ আনন্দের জন্মদিনের পার্টি ছিল মুম্বাইয়ের এক রেস্তোরাঁয়। সেই উদ্যাপনে শামিল হয়েছিলেন শাহরুখ খানও। তবে সামনের দরজা দিয়ে নয়, রাতের অন্ধকারে রান্নাঘরের রাস্তা দিয়ে চুপিচুপি পার্টিতে প্রবেশ করেন বলিউডের পাঠান। তাঁর পরণে ছিল কালো টি-শার্ট, ম্যাচিং জ্যাকেট ও নীল ডেনিম। পনিটেল করে বাঁধা চুল ও কালো চশমাও ছিল চোখে। কিন্তু কেন এই লুকোচুরি?
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে শাহরুখ খানের চোখের সমস্যা বেশ গুরুতর এবং অস্ত্রোপচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। সে কারণে যেখানেই যাচ্ছেন, চোখে কালো চশমা পরছেন। তবে যুক্তরাষ্ট্রে যাননি শাহরুখ; মুম্বাইতেই আছেন, সেটা প্রমাণিত হলো সিদ্ধার্থ আনন্দের জন্মদিনের উদ্যাপনে তাঁর লুকিয়ে প্রবেশের খবরে।
অনেকে বলছেন, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকে এড়িয়ে চলছেন শাহরুখ খান। সে কারণেই লুকিয়ে সিদ্ধার্থের জন্মদিনে হাজির হয়েছেন তিনি। সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদলানিও। কয়েক ঘণ্টা পর রেস্তোরাঁ থেকে বেরিয়ে তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়েন শাহরুখ।
কয়েক মাস আগে আইপিএলের খেলা চলার সময় অতিরিক্ত গরমে শাহরুখের ‘হিটস্ট্রোক’ হয়েছিল। যদিও কয়েক দিন পরেই কাজে ফেরেন তিনি। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও সপরিবার হাজির ছিলেন বাদশা। সম্প্রতি ফারহা খানের মায়ের দাফনেও দেখা গেছে তাঁকে, সবখানেই কালো চশমা পরে ছিলেন অভিনেতা।
‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও সাফল্যের চূড়ায় উঠে গেছেন কিং খান। দ্রুতই অ্যাকশন হিরো হিসেবে নতুন সিনেমায় দেখা যাবে তাঁকে, যার নাম ‘কিং’। এই প্রথম সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা খানও। ছবির পরিচালনা করবেন সুজয় ঘোষ।