বিতর্কিত নতুন পাঠ্যক্রম নিয়ে বিতর্ক দিন দিন বেড়েই চলেছে। নবম শ্রেণির জীবন ও জীবিকা বইটি এবার অভিভাবক ও নেটিজেনদের আলোচনায়। বইটিতে ট্রান্সজেন্ডারদের অন্তবার্স বিক্রির ওয়েবসাইটের কিউআর কোড যুক্ত করা হয়েছে।
জীবন ও জীবিকা বইয়ের ৩৮ নম্বর পৃষ্ঠায় “ধাপ-৬: ব্যবসার ব্র্যান্ডিং, মার্কেটিং বা বিপণন পরিকল্পনা” নামক অধ্যায়ে উদ্যোক্তা হিসেবে যাত্রার জন্য কীভাবে ব্যবসা শুরু করতে হবে, সেটি উল্লেখ করা হয়েছে। এ পৃষ্ঠায় “চিত্র ২.১: বিভিন্ন মাধ্যমে পণ্যের বিজ্ঞাপনের নমুনা”র চিত্র তুলে ধরে সেখানে স্টোরের একটি ছবি দেওয়া হয়েছে।
ছবিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লগোর মাঝে যুক্ত করা হয়েছে একটি কিউআর কোড। কোডটি স্ক্যান করলে trucss.com.br নামে একটি বিদেশি ওয়েবসাইট ওপেন হয়। যেখানে অন্তর্বাস পড়া বিভিন্ন এডাল্ট ছবি দেখা যায়।
ওয়েবসাইটটিতে লেখা আছে, “Trucss is a company specializing in panties for trans women, run by Silvana Bento: a cis woman.” অর্থাৎ, এটি পুরুষ থেকে নারী হওয়া ট্রান্সউইমেনদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইট।
অভিভাবক ও নেটিজেনদের দাবী, “শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের অশ্লীলতা ও বিকৃতি শেখানো হচ্ছে। এনসিটিবিকে এবিষয়ে জবাবদিহিতা ও বিচারের আওতায় আনা জরুরী।”