বিজ্ঞান সম্মত জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে
বরগুনার পাথরঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ২ দিন দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
এটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রবিবার (৩০জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান খানের সভাপতিত্বে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, পাথরঘাটা কে,এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আঃ রহিম বি এস সি এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।
এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করন। আলোচনা শেষে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান খান জানান,এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সর্বোচ্চ সাড়া পেয়েছি, আশা করি এই তরূণ শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে তারা এগিয়ে যাবে। পাথরঘাটা উপজেলায় আমার সাথে বিচারক মন্ডলীরা স্টল ও প্রোজেক্ট পরিদর্শন করেছেন। আগামীকাল জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল সমূহের পুরস্কার বিতরণ করা হবে।
মোঃ রবিউল আলম সুজা
প্রতিনিধি (বরগুনা) পাথরঘাটা