বরগুনার পাথরঘাটায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম কামরুজ্জামান বাবু (৩১)। তিনি পাথরঘাটা উপজেলা কাকচিড়া ইউনিয়নের রুপধন কাটাখালী ৬নং ওয়ার্ডের হুমায়ুন কবির বাদশা’র ছেলে। পিপুলিয়া বাজারে ঢাকা থেকে পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে একটি স্কুলব্যাগ ভর্তি সাড়ে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
পাথরঘাটা থানার পুলিশ, এস আই আলী হোসেন জানায়, স্থানীয় একটি মাদক কারবারি চক্র ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে সরবরাহ করে আসছিল। মাননীয় পুলিশ সুপার জনাব আবদুস ছালাম মহোদয়ের নির্দেশ মোতাবেক ও অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার স্যারের সহযোগিতায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আজ রাতে ঢাকা থেকে একটি মাদকের বড় চালান উপজেলায় আসবে পরে পাথরঘাটার পিপুলিয়া বাজারে চেকপোস্ট বসিয়ে ঘণ্টাব্যাপী বিভিন্ন গাড়িতে তল্লাশি করে একটি যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়।
মোঃ রবিউল আলম সুজা
পাথরঘাটা, বরগুনা।