প্রতিনিধি (বরগুনা) পাথরঘাটা
বরগুনার পাথরঘাটায় মোটরসাইকেলের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে দু’জন আহত হয়ে একজন মারা যায়।
রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পাথরঘাটা-কাকচিড়া মহাসড়কের খ্রিস্টান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলো পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল (৪২) ও পাথরঘাটা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাক্ষ মো: জাহাঙ্গীর হোসেন মল্লীক (৬০)। তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গুহাসপাতালে প্রেরণ করে।
অধ্যক্ষ জাহাঙ্গীর মল্লিক’কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
আহত আমিন সোহেল জানান, তার পেশাগত দায়িত্ব পালন শেষে পাথরঘাটা উপজেলা শহরে ফিরছিলেন তিনি। পাথরঘাটা-কাকচিড়া মহাসড়কের খ্রিস্টানবাড়ি এলাকায় পৌঁছলে সেখানে ইট বোঝাই টমটম দেখে সামনের ব্যাটারি চালিত ইজিবাইককে সাইড দেয়ার সময় ধাক্কা লেগে তার মোট্রসাইকেলসহ ছিটকে পড়ে যায়। পরে স্থানীয় সুজন নামে এক ব্যাক্তি তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুজকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত হওয়ায় আমিন সোহেলকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে এবং জাহাঙ্গীর মল্লিককে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম হাওলাদার জানান, ঘটনা শোনার সাথেই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজ-খবর দিয়েছি। তবে যে গাড়ির জন্য ঘটনা ঘটেছে সেই গাড়িটি পাওয়া যায়নি। কোন গাড়ির জন্য এমন ঘটনা ঘটেছে তা খোঁজ খবর নেয়া হচ্ছে।
মোঃ রবিউল আলম সুজা
পাথরঘাটা, বরগুনা।