অবিশ্বাস্য হলেও সত্য তিনি মাত্র দুই হাজার টাকায় কিনেছেন ২০ বিঘা জমি। সে হিসেবে প্রতি বিঘা জমির মুল্য দাঁড়ায় মাত্র ১০০ টাকা। যিনি এই দরে জমি কিনেছেন তিনি পাবনা-৩ আসনের আওয়ামীলীগের টানা তিনবারের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মকবুল হোসেন।
অবিশ্বাস্য হলেও এই প্রার্থীর হলফনামায় উঠে এসেছে এমন তথ্য। তিনি হলফনামায় শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ এবং পেশা হিসেবে জোতদার উল্লেখ করেছেন। এ বিষয়ে এমপি মকবুল হোসেন বলেন, ‘আমি ১৯৭২ সালে এই ২০ বিঘা জমি কিনেছিলাম। সেই সময়ে জমির দাম ১০০ টাকা বিঘা ছিল। সেই সময় থেকে আয়কর ফাইলে এই জমির মূল্য যেভাবে ধরা হয়েছে, আমি সেভাবেই তথ্য দিয়েছি।’
এ বিষয়ে পাবনা জেলা সিনিয়র নির্বাচনী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘আয়কর ফাইলে যেভাবে মূল্য ধরা আছে, হয়তো সেভাবেই তিনি দিয়েছেন। বর্তমান মূল্য দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সম্পর্কে তেমন কোনো বাধ্যবাধকতা নেই।’