পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সংস্কৃতিচর্চার অন্যতম সংগঠন ‘কন্ঠস্বর’ আবৃত্তি দলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাইসা আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্থাপত্য বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মনিরা ফেরদৌসী সৃষ্টি।
বৃহস্পতিবার (২৯ মে) সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কমিটিতে ২৫ জন সদস্য রয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত আল সাদিক, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সায়মা জাহান বৃষ্টি, অর্থ সম্পাদক প্রমা কুন্ডু, সহ-অর্থ সম্পাদক মজিদা খাতুন অরফা, দপ্তর সম্পাদক আবিদ আজাদ, সহ-দপ্তর সম্পাদক অনুষ্কা মজুমদার ও মিথুন আলী।
এছাড়া, কর্মশালা সম্পাদক হয়েছেন নূরেন সাদাফ, সহ-সম্পাদক সুস্মিতা বিশ্বাস ও জান্নাত বিনতে সাঈদ। প্রচার সম্পাদক হয়েছেন রওনাক নোশিন নেহা, সহ-প্রচার সম্পাদক অথৈ কর্মকার ও আতিকা আকরাম। গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনা আস সাদিয়া এবং সহ সম্পাদক অর্পনা চৌধুরী।
সমতা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন রোখসানা আক্তার বৈশাখী ও প্রিয়ম সরকার। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন জেবা সামিহা, অংকন ঘোষ, মাহমুদুল হাসান, তাহসিন করিম অহনা, সিদ্ধার্থ পন্ডিত এবং সারিকা সাইয়ারা।