এবার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএয়ের বরাতে এ তথ্য জানায় আল জাজিরা।
উত্তর কোরীয় সরকারের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিম বলেন:
“আমরা পারমাণবিক সক্ষমতাসহ সামরিক বাহিনীকে লড়াইয়ের জন্য প্রস্তুত করতে আরও দৃঢ়ভাবে এগুতে চাই। আঞ্চলিক সামরিক জোটের সদস্যদের উস্কানিমূলক আচরণে এ পদক্ষেপ আমাদের নিতেই হবে। দেশকে রক্ষায় এটা অত্যাবশ্যকীয়।”
ইতিমধ্যে আন্তঃমহাদেশীয় নিক্ষেপী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উপযোগী আরও শক্তিশালী কার্যক্রম পরিচালনা করছে দেশটি। পাশাপাশি, আঞ্চলিক প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার নির্ধারিত লক্ষ্যবস্তুতে আবর্জনাবাহী বেলুন ছোঁড়ার মাত্রাও ব্যাপকভাবে বৃদ্ধি করেছে উত্তর কোরিয়া।
আরএস