পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
শনিবার (৩১আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগ পত্র প্রেরন করেন।রবিবার (১সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।
তিনি বলেন, গতকাল শনিবার উপাচার্য ঢাকা থেকে আমাকে ফোন দিয়ে বলেন আমার বাড়ি চট্টগ্রাম। এক ছেলে গত ২৯ই আগস্ট বিদেশ চলে যায় এবং এক মেয়ে গত এক মাস আগে দেশের বাহিরে চলে যায়। যার কারণে আমার দায়িত্ব পালন করাটা কষ্টকর হয়ে যাবে।
আরএ//