আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৭ লাখ ৯৬ হাহার ২৪৮ জন। বিদুৎ বিচ্ছিন্নের কারণে সর্বাধিক যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে প্রশিক্ষিত বাহিনী ছাড়া বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোও কষ্টসাধ্য হয়ে পড়ছে। এই অবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা বললেন চঞ্চল চৌধুরী।
তবে এর আগে ছাত্র আন্দোলনে অনলাইন অথবা অফলাইন কোথাও সরব ছিলেন না এই অভিনেতা। তবে দেশের চলমান আকস্মিক বন্যা পরিস্থিতিতে নীরবতা ভাঙলেন তিনি।
নীরবতা ভেঙে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আসুন, আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই।’ বানভাসিদের নিয়ে অন্য তারকাদের উদ্যোগ প্রশংসায় ভাসলেও চঞ্চলের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। তার পোস্টের মন্তব্যের ঘরে অসংখ্য মানুষের ক্ষোভ লক্ষ্য করা গেছে।
একজন লিখেছেন, ‘আপনাকে পাশে দাঁড়াতে হবে না। আমরাই যথেষ্ট। গুলি খাইতেছিলাম, তখন তো পাশে দাঁড়ানোর কথা মনে ছিল না, এখন আসছে মায়াকান্না দেখাতে।’
আরেকজন লেখেন, ‘এই সুযোগ মানুষের কাছে ভালো হওয়ার, কাজে লাগাতে পারেন, জীবনে তো অনেক কিছুই দেখাইছেন আশা করি এই সুযোগটা হাতছাড়া করবেন না।’