পার্বত্য তিন জেলায় স্থানীয় আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপজাতি শিক্ষার্থীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় ‘সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাশাসনের বিরুদ্ধে’, ‘আলাদা দেশ চাই না, অধিকার চাই’, ‘জুমল্যান্ড প্রোপাগাণ্ডা বন্ধ চাই’, ‘পাহাড়ে ভূমি পুত্ররা মরছে কেন? কারছে কে’, ‘বিচ্ছিন্নতাবাদী নয়, সম্পৃক্ত হতে চাই’, ‘দেশ ভাগ করে স্বাধীনতা চাই না, দেশবাসী হিসেবে অধিকার চাই’ ইত্যাদি লেখা সংবলিত প্লেকার্ড হাতে দেখা যায়।
মানববন্ধনে আদিবাসী শিক্ষার্থীরা বলেন, আমরা কারো ক্ষতি করি নাই। আমাদের উপরে সাম্প্রদায়িক হামলা করা হচ্ছে। আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নই, আমরা বিচ্ছিন্তাবাদীও নই। আমরা এই দেশে নাগরিক অধিকার নিয়ে বাঁচতে চাই। আমাদের উপরে চলমান সকল নির্যাতন অন্যায় বন্ধ চাই। আমাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আমরা দেশে স্বাধীন ভাবে বাঁচতে চাই। পাহাড়ে চুক্তিও এখনো পুরোপুরি বাস্তবায়ন করা হয় নি। আমাদের পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করা হোক। তারা কখনো আমাদের পক্ষে কাজ করে না।আমরা আমাদের জাতিস্বত্ত্বার পরিচয়ের কারণে এখন সব কিছু থেকে পিছিয়ে যেতে হচ্ছে। আমাদের কখনো উপজাতি আবার কখনো আদিবাসী বলা হচ্ছে। আমরা আইডেন্টিটি ক্রইসিস চাই না আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই।
তামিম/আরএ//