পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না। আর পাহাড় অশান্ত থাকলে সবারই ক্ষতি— এমন মন্তব্য করেছেন নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনালের (অব.) এম সাখাওয়াত হোসেন।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। এ সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যেসব ঘটনা পার্বত্যাঞ্চলে হচ্ছে , এতে দিনশেষে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এছাড়াও তিনি বলেন, সাগর চুরি নয়, বরং গত ১৫ বছরে পাট, বস্ত্র ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে মহাসাগর চুরি হয়েছে। এছাড়াও, অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন এই উপদেষ্টা।