পিএসএল দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝপথে লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
তবে বৃহস্পতিবার (১৫ মে) জানা গেছে, পাকিস্তানে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছাড়পত্র চেয়েছেন সাকিব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর আবারও মাঠে ফিরতে পারেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
পিএসএলের এবারের আসরে শুরু থেকেই লাহোর কালান্দার্সের দলে আছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। তবে ১৭ মে থেকে শুরু হতে যাওয়া পুনরায় সূচিত ম্যাচগুলোতে রিশাদের খেলা এখনো অনিশ্চিত। একই সঙ্গে নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে আরও কয়েকজন বিদেশি ক্রিকেটার দল ছেড়ে যেতে পারেন। এমন পরিস্থিতিতে সাকিবের জন্য জায়গা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।