আজ বুধবার ( ১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল পুকুরে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম পল্লব কুন্ডু। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৭৮ ব্যাচের শিক্ষার্থী।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা মাঠে বিকেল তিনটায় গ্রুপভিত্তিক বীজতলা তৈরি করতে যায় শিক্ষার্থীরা। বীজতলা তৈরি শেষে গোসল করতে গেলে পা পিছলে তলিয়ে যায় পল্লব। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় ৫০ মিনিট পর তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পর্যবেক্ষন শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।