বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আদেশ দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
মঙ্গলবার (১৩ আগস্ট) এ আদেশ দেওয়া হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে আওয়ামীলীগের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে বিভিন্ন মামলায় তাকে জেলে হাজতে থাকতে হয়। তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইলে সেই সুযোগ দেয়া হয়না।
জনগণের দাবি তে ৫ ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর জামিন মুক্তি পান বেগম খালেদা জিয়া, সাথে তার পাসপোর্ট তাকে ফেরত দেয়া হয়।