ঢাকার আশুলিয়ায় তৈরী পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি সংঘর্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ছোঁড়া গুলিতে এক পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
এসময় সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও এম্বুলেন্স ও জরুরি পরিষেবায় কোন বাঁধা দেওয়া হয়নি
মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুর সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালে শিক্ষার্থীদেরকে – শ্রমিক হত্যা কেন, ড. ইউনুস জবাব চাই; রাস্তায় শ্রমিক মরে, ইউনুস কি করে ; ছাত্র শ্রমিক জনতা, গড়ে তোলো একতা ; জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, হত্যাকারীর গদিতে আগুন জ্বালো একসাথে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে কোন সাধারণ শ্রমিকের এমন মৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যায়না। ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সাবেক স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, শ্রমিকরাও সেটির অংশীদার।
উল্লেখ্য, গতকাল আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার কাউসার নামের ২৭ বছর বয়সী এক শ্রমিক নিহত হন এবং আহত হন অন্তত পাঁচ জন।
রবি//বিএন