আন্তর্জাতিক ডেস্ক: গাজায় শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞের অভিজ্ঞতা নিয়ে লেখা প্রবন্ধের জন্য মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি লেখক ও কবি মোসাব আবু তোহা।
তাঁর লেখা প্রবন্ধগুলো যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন দ্য নিউ ইয়র্ক পত্রিকায় প্রকাশিত হয়।
সোমবার (৫ মে) ঘোষিত পুলিৎজার পুরস্কারে বলা হয়, আবু তোহার লেখায় যুদ্ধকালীন গাজার মানুষের অভিজ্ঞতা গভীর ও মানবিক দৃষ্টিকোণে উপস্থাপিত হয়েছে। লেখাগুলো শুধু সাংবাদিকতা নয়, সাহিত্যের স্তরেও স্থান করে নিয়েছে।
পুরস্কারপ্রাপ্তির পর আবু তোহা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “পুলিৎজার পুরস্কার জিতেছি। এটি আশা নিয়ে আসুক। একটি গল্প হয়ে থাকুক।” তাঁর এই বার্তাকে গাজায় নিহত ফিলিস্তিনি কবি রিফাত আলআরীর প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে দেখছেন অনেকেই।
২০২৩ সালে ইসরায়েলি আগ্রাসনের কড়া সমালোচনা করায় ইসরায়েলি সেনাবাহিনী তাকে আটক করে। পরে তিনি মুক্তি পেয়ে যান মিসরে। এরপর সেখান হতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। সেখানে বসে তিনি নিজের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা করতে থাকেন।
এক প্রবন্ধে তিনি লেখেন, “গাজার প্রতিটি ধ্বংসস্তূপ একেকটি অ্যালবাম, যার পাতায় শুধুই মৃত মানুষের ছবি।”
প্রসঙ্গত, এ বছরের পুলিৎজারে সবচেয়ে বেশি চারটি বিভাগে পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। আন্তর্জাতিক প্রতিবেদনে তারা পুরস্কার পেয়েছে সুদান সংঘাত নিয়ে কাজের জন্য। অন্যদিকে, ওয়াশিংটন পোস্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনার তাৎক্ষণিক প্রতিবেদন প্রচারের জন্য ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কৃত হয়। রয়টার্স ফেন্টানিল সংকট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সম্মানজনক পুরস্কারটি অর্জন করে।
পুলিৎজার পুরস্কার প্রতিবছর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ঘোষিত হয়, যেখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খ্যাতনামা সাংবাদিক ও শিক্ষাবিদরা।