বক্স অফিস কাঁপাতে আবারও প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা’ সিনেমা।‘পুষ্পা’ সিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে অবশেষে অপেক্ষার অবসান ঘটল। সোমবার (২৯ জানুয়ারি) নির্মাতারা একটি বিশেষ পোস্টারসহ সিনেমাটির দ্বিতীয় কিস্তির মুক্তির তারিখ নিশ্চিত করেছেন। ‘পুষ্পা ২’ যার শিরোনাম রাখা হয়েছে ‘পুষ্পা: দ্য রুল’। চলতি বছরের ১৫ আগস্টে মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’।
এ হিসেবে দিন গণনাও শুরু করেছেন তারা। ২০০ দিনের কাউন্ট ডাউন দিয়ে সংস্থাটি জানিয়েছে, ২০০ দিনের মধ্যেই রাজত্ব শুরু করবে নতুন এ সিনেমাটি।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আল্লু অর্জুনের ‘পুষ্পা’ রীতিমতো ঝড় তুলে দিয়েছে বিশ্বজুড়ে। এবার পুষ্পা ২ মুক্তির তারিখ ঘোষণা সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
সুকুমারের পরিচালনায় ‘পুষ্পা ২’-তে এবারও পর্দায় দেখা যাবে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানাকে।