চলতি মাসে পৃথিবী পেতে যাচ্ছে দ্বিতীয় চাঁদ! শুনে যে কেউ হতভম্ব হয়ে যেতে পারে। তবে প্রকৃতপক্ষে এটি চাঁদ নয়, গ্রহাণু। এর আনুষ্ঠানিক নাম ‘২০২৪ পিটি৫’। গ্রহাণুটি নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীর মাধ্যাকর্ষণে এসে কক্ষপথ প্রদক্ষিণ করবে। নাসার অর্থায়নে দক্ষিণ আফ্রিকাভিত্তিক অ্যাস্টেরয়েড টিরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (অ্যাটলাস) ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা গত ৭ আগস্ট গ্রহাণুটি প্রথম দেখতে পান।
মাদ্রিদ কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বিজ্ঞান অনুষদের গবেষক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস বলেন, ‘গ্রহাণুটির ব্যাস প্রায় ৩৭ ফুট (১১ মিটার)। প্রকৃত আকার জানতে আরো তথ্য ও পর্যবেক্ষণ প্রয়োজন। নতুন চাঁদটি তুলনামূলক বেশ ছোট হওয়ায় একে বলা হচ্ছে ‘মিনি-মুন’।