ক্রমান্বয়ে উবর্ধগতিতে বেড়ে চলছে পেঁয়াজের দাম। পেঁয়াজের বাজার একমাত্র ভারতমুখী হওয়ায় অধিক সিন্ডিকেট কাজ করছে । পেঁয়াজের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও বর্তমান সংকট হতে উত্তরণের জন্য আপাতত বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে সাপ্লাই চেইন স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কেউ যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে মাহবুবুল আলম বলেন, পেঁয়াজের সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি করে ন্যায্যমূল্যে সরবরাহ করে বাজার স্বাভাবিক রাখতে হবে।
বিগত কয়েক বছরধরে বাংলাদেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে। এ পর্যন্ত এই সমস্যার দ্রুত সমাধান বের করা সম্ভব হয়নি । তবে বিশ্লেকগন মনে করেন, দেশে পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষন বৃদ্ধি করতে হবে এবং অন্যান্য রপ্তানী কারক দেশথেকে পেঁয়াজ আমদানী করতে হবে।