রোমান ক্যাথলিক খ্রিষ্টধর্মে অনুরাগীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে পোপ ফ্রান্সিসের মরদেহ ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল ৯টা থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত পোপের মরদেহ এখানেই থাকবে। ক্যাথলিক বিশ্বাসীরা এখানেই পোপকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
ভ্যাটিকান মিডিয়া জানিয়েছে, বুধবার সকালে পোপের খোলা কফিনটি একটি জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মাধ্য দিয়ে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আনা হয়। এ সময় সেখানে প্রায় ২০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।
কফিনটি যখন সেন্ট পিটার্স স্কয়ার অতিক্রম করছিল, তখন ঘণ্টা বাজতে শুরু করে এবং উপস্থিত জনতা করতালি দিতে থাকে। ইতালীয় ঐতিহ্য অনুযায়ী এভাবে শেষ শ্রদ্ধা জানানো হয়। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁসহ আরও বিশ্বনেতা উপস্থিত থাকবেন। সোমবার ৮৮ বছর বয়সী ফ্রান্সিস স্ট্রোক করে ও হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। খবর বিবিসির।