বিভিন্ন র্যাম্প শোতে নারীদেরই অংশগ্রহণ করতে বেশি দেখা যায়। তবে এবার পুরুষ দের জন্যও রয়েছে সুখবর।এবার পুরুষরাও চাইলেই র্যাম্প শোতে অংশগ্রহণ করতে পারবেন। পুরুষ মডেল নিয়ে শোর আয়োজন করে সেই ইঙ্গিত দিয়েছে মিলান ফ্যাশন উইক।
নতুন বছরে মিলান ফ্যাশন উইকে পুরুষদের ভিন্নধর্মী সাজে মঞ্চে উঠতে দেখা গেছে। ২০২৪-এ জেডব্লিউ অ্যান্ডারসনের শোতে জোনাথন অ্যান্ডারসন তার পুরুষ মডেলদের কালো প্যান্টিহোজ পরিয়ে রানওয়েতে নামিয়ে দিয়েছিলেন যা তারা তাদের কালো অন্তর্বাসের ওপরে পরেছিলেন। তিনি ডিজাইনার প্যান্ট বাদ দিয়ে মডেলদের ওভারসাইজড টিশার্ট পরতে বাধ্য করেন এই শোতে।
এদিন মডেলদের ওভার সাইজের শার্ট, সোয়েটশার্ট পরে আসতে দেখা যায়। কেউ আবার পরেছিলেন গাউন! গাউন পরে সঙ্গে ব্যাগ নিয়ে হেঁটেছেন। কেউ আবার কেবল প্যান্ট পরেই এদিন ফ্যাশন উইকের ইভেন্টে হাঁটেন।