বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ৪৪তম বিসিএস সাধারণ ক্যাডারে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। আজ বুধবার (১৪ আগস্ট) এ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।
সময়সূচি অনুযায়ী সাধারণ ক্যাডারে মৌখিক পরীক্ষ পর্যায়ক্রমে ১ হতে ১৯ সেপ্টেম্বর পযন্ত অনুষ্ঠিত হবে।
৪৪ তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫ কার্যদিবসের মধ্যে ফলাফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন।
নাসিফ/এমএ//